January 15, 2025
আঞ্চলিক

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে মার্কেটিং ডে-২০১৯ পালিত

খবর বিজ্ঞপ্তি

‘কনজুমার ফার্স্ট’ এই মূল প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনাস্থ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশ মার্কেটিং ডে-২০১৯’ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রান্সকম বিভারেজ লিমিটেড এর রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ আকরাম হোসেন ও সিঙ্গার বাংলাদেশ কোঃ লিঃ এর এরিয়া ম্যানেজার মোঃ শফিকুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ভোক্তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সারাদেশে দিবসটি পালন করা হচ্ছে।

আলোচকবৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করেন, ব্যবসা সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ এবং ব্যবসায় ভোক্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বর্তমান সমাজে ভোক্তা-ক্রেতা-প্রতিষ্ঠানে নীতি ও নৈতিকতার উন্নয়নের পাশাপাশি দায়বদ্ধ নাগরিক তৈরীতে মার্কেটিং ডে বিশেষ ভ‚মিকা রাখবে। দেশের বাণিজ্য বিপননখাতের পেশাজীবী, শিক্ষক, শিক্ষার্থীদের আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে নতুন সুযোগ তৈরির লক্ষ্যে উদযাপিত হলো বাংলাদেশ মার্কেটিং ডে-২০১৯। এছাড়াও শিক্ষার্থীদের সাথে কর্পোরেট জগতের সম্পর্ক উন্নয়ন করা এ দিবস পালনের অন্যতম উদ্দেশ্য। আগামিতে সমাজের অর্থনীতির চাকা গতিশীল রাখতে মার্কেটিং আরো বেশি অবদান রাখবে এমন আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠান শেষে কেক কাটেন অতিথিবৃন্দ ও উপস্থিত সকলে।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *