December 22, 2024
আঞ্চলিক

নগর সিপিবি’র উদ্যোগে মহামতি কার্ল মার্কস’র প্রয়াণ দিবস পালিত

 

খবর বিজ্ঞপ্তি

বিশ্ববিখ্যাত দার্শনিক, সমাজতান্ত্রিক অর্থনীতির প্রবক্তা মহামতি কার্ল মার্কস-এর প্রয়াণ দিবসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র মহানগর কমিটির উদ্যোগে গতকাল শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

মহানগর সিপিবি’র সভাপতি এইচ এম শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ। মহানগর সিপিবি’র সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসদের জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, জেলা সিপিবি’র সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জী, যুব ইউনিয়ন নেতা আফজাল হোসেন রাজু প্রমুখ। আলোচনা সভার শুরুতে মৃত্যুঞ্জয়ী এ দার্শনিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *