নগর ছাত্র ঐক্য পরিষদের বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার প্রয়াত সভাপতি অমিয় সরকার গোরার ছোট ভাই এবং নগর ছাত্র ঐক্য পরিষদ আহবায়ক পাপ্পু সরকারের পিতা রনজিৎ সরকার রুনু মেরুদণ্ডের নার্ভে সমস্যা জনিত কারণে অসুস্থ্য হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা শাখার আহবায়ক কানাই মণ্ডল ও সদস্য সচিব অভিজিৎ সরকার রাহুলসহ নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন যুগ্ম-আহবায়ক যথাক্রমে রাজীব সরকার, অরিন্দম চক্রবর্তী, জুয়েল বাড়ই, সনেট বৈদ্য ও উজ্জ্বল মন্ডল, সদস্য যথাক্রমে অরিজিৎ রায়, সুরোজিৎ মন্ডল, সৌরভ মন্ডল, মহাদেব গাইন, ধীমান ঢালী, রাজীব সরদার, অসীম কুমার মন্ডল, প্রণব মন্ডল, সুমন রায়, বিশ্বজিৎ বৈষ্ণব, তুফান পাল, শেম সরদার, রিপন রায়, লোকেশ গাইন, সৌরভ রায়, দিপু কয়াল, দেব রঞ্জন বর্মন, ইতি প্রকাশ মন্ডল, টুটুল মন্ডল, প্রিতীশ মন্ডল, সুনীল কুমার মন্ডল, বিষ্ণুপদ সরদার, জয়ন্ত মহন্ত ও শুভ জ্যোতি মন্ডল প্রমূখ।