January 15, 2025
আঞ্চলিক

নগর আ’লীগের সাবেক সভাপতি মঞ্জুরুল ইমামের স্ত্রীর ইন্তেকাল জানাজা আজ আ’লীগের শোক

খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি শহীদ এ্যাড. মঞ্জুরুল ইমামের স্ত্রী মোসাঃ মেহেরুন নেসা (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে … রাজেউন)। গতকাল শুক্রবার রাতে হাপানীতে আক্রান্ত হলে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মরহুমার নামাজে জানাযা আজ শনিবার বাদ জোহর মতি জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমাকে বয়রায় তাঁর স্বামীর কবরের পাশে দাফন করা হবে।
এদিকে মোসাঃ মেহেরুন নেসার মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান শোকাহতদের পাশে ছুটে যান। নেতৃবৃন্দ শোকাহতদের পাশে কিছু সময় অবস্থান করেন এবং ধৈর্য্য ধারণের জন্য সান্তনা দেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, এ্যাড. রজব আলী সরদার, এ্যাড. আইয়ুব আলী শেখ, মকবুল হোসেন মিন্টু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এ্যাড. খন্দকার মজিবর রহমান, বিরেন্দ্র নাথ ঘোষ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, এ্যাড. মো. সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলূ বিশ্বাস, ফকির মো. সাইফুল ইসলাম, কামরুল ইসলাম মিন্টু, চৌধুরী মিনহাজ উজ্জামান সজল, ফয়েজুল ইসলাম টিটো, নূরীনা রহমান বিউটি, এস এম আসাদুজ্জামান রাসেল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অপরদিকে মোসাঃ মেহেরুন নেসার মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, কেন্দ্রিয় নেত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, কেন্দ্রিয় নেতা এস এম কামাল হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, জেলা আওয়মাী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *