নগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারের আহŸান সিপিবির
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র খুলনা মহানগর কমিটির কার্যনির্বাহী কমিটির এক সভা আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর সিপিবি’র সভাপতি এইচ এম শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ। বক্তব্য রাখেন মহানগর সিপিবি’র সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, দীনমোহাম্মদ, রুস্তম আলী হাওলাদার, তোফাজ্জেল হোসেন, ফজলুল হক প্রমুখ।
সভায় এক প্রস্তাবে খুলনা মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেন পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার আহŸান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, মশার প্রজনন মৌসুমে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম কার্যত অচল পরিলক্ষিত হচ্ছে। অধিকাংশ ড্রেন পানি নিষ্কাশনের অযোগ্য হয়ে পড়েছে। এ ব্যাপারে নেতৃবৃন্দ নগরবাসীকেও সচেতন ভূমিকা পালন করার আহŸান জানান।