নগরীতে শর্টগানের গুলিসহ গ্রেফতার ১
দ: প্রতিবেদক
খুলনায় তিন রাউন্ড শর্টগানের গুলিসহ একাধিক মামলার আসামী শামিম সবুজ মোড়ল (২৪) কে গ্রেফতার করেছে আড়ংঘাটা থানা পুলিশ। গত শনিবার রাতে রায়ের মহল বড় মসজিদের নিকট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সবুজ মোড়ল সাতক্ষীরার আশাশুনি থানার একশিরা গ্রামের মৃত সমশের মোড়লের ছেলে। বর্তমানে তিনি রায়ের মহল কমিশনার গলির মশিউরের বাড়ির ভাড়াটিয়া।
খুলনা মেট্রোপলিটন পুলিশেরর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, শনিবার রাত ১১টা ২৫ মিনিটে রায়ের মহল বড় মসজিদের নিকট থেকে আড়ংঘাটা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনার সময় আসামীকে তিন রাউন্ড শর্টগানের গুলিসহ গ্রেফতারা করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে ডুমুরিয়া থানায় ১টি, খালিশপুর থানায় ২টি এবং সোনাডাঙ্গা থানায় ১টি মামলা আছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আড়ংঘাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।