নগরীতে ভৈরব নদ থেকে নারীর মরদেহ উদ্ধার
দ: প্রতিবেদক
খুলনার ভৈরব নদ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বোরকা পরিহিত ওই নারীর মুখ মাফলার দিয়ে বাঁধা। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর ৭ নম্বর ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
খালিশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী বাবুল জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে রুজভেল্ট জেটি এলাকা থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হয়েছে, ওই নারীকে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই।