নগরীতে ব্যবসায়ীকে অপহরণে বহিস্কৃত ছাত্রলীগ নেতাসহ তিনজন গ্রেফতার
দ. প্রতিবেদক
খুলনায় বাড়ি বিক্রির প্রলোভন দেখিয়ে আমদানি-রপ্তানি ব্যবসায়িক প্রতিষ্ঠান হাবিব ইন্টারন্যাশনাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমানকে অপহরণের ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় জড়িত খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জুয়েল হাসান আরমানসহ তার দুই সহযোগিকে গ্রেফতার করেছে। সোমবার সোনাডাঙ্গা থানায় মামলা দায়েরের পর পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত অন্যরা হচ্ছে- আহনাফ হোসেন রাজ (৩০) ও মাহমুদ হাসান বাবু (৩২)। এদের বাড়ি মহানগরীর শেখপাড়া স্টাফ কোয়ার্টার ও সোনাডাঙ্গা আবাসিক এলাকায়। এর আগে রবিরার রাত সোয়া ৩টার দিকে নগরীর আমতলা মোড় থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় অপহরণের পর ওই ব্যবসায়ীকে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকা ১ম ফেজের একটি বাড়িতে নিয়ে মারপিট করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে অপহরণকারীরা। পরে ওই ব্যবসায়ীর কাছ থেকে ব্যাংকের তিনটি ডেভিট কার্ড ও পিন নাম্বার ছিনিয়ে নিয়ে ব্যাংকের বুথ থেকে ১ লাখ ৪৪ হাজার টাকা উত্তোলন করে। এছাড়া ওই ব্যবসায়ীর কথা বলে তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের কাছ থেকে আরো ৫০ হাজার টাকা নেয়।
এর আগে ২০১৯ সালের ২১ জানুয়ারি ইয়াবাসহ নগরীর জনকন্ঠ গলিতে গ্রেফতার হয় জুয়েল হাসান আরমান। সোনাডাঙ্গা থানায় দায়ের হওয়া মামলা আদালতে চলমান রয়েছে। ওই ঘটনায় জেলা ছাত্রলীগ থেকে তাকে বহিস্কার করা হয়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কুমকুম নাজমুন নাহার বলেন, অপহরণের ঘটনায় ৯ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। এদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়েছে। মামলার অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।