January 15, 2025
আঞ্চলিক

নগরীতে দলিত সংস্থার সংলাপ সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

গতকাল বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসকের সভা কক্ষে দলিত সংস্থার বাস্তবায়নে খুলনা সিটি কর্পোরেশন এলাকার ১০টি ওয়ার্ডের দলিত ও হরিজন জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব ও ক্ষমতায়নে দলিত হরিজনদের অর্ন্তভূক্তির লক্ষ্যে দাতা সংস্থা ইউকে এইড এর অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় তিন বছর মেয়াদী ঈড়সসঁহরঃু রহরঃরধঃরাবং ঃড় বংঃধনষরংয ফধষরঃ ্ বীপষঁফবফ ঢ়বড়ঢ়ষবং ৎরমযঃ (ঈওঊউঊজ) প্রকল্প এর সংলাপ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাত জাহান, পরিচালক (স্থানীয়)। দলিত ও হরিজন জনগোষ্ঠীর পটভূমি আলোচনা করেন প্রকল্প সমন্বয়কারী বিকাশ কুমার দাশ। দলিত ও হরিজন জনগোষ্ঠীর সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন হরিজন ও বাঙালী হরিজন ঐক্য পরিষদের নেতা রাজকুমার হেলা, প্রদীপ দাস, কিশোর রাউথ, মানিক দাস, ইন্দ্র বাঁশফোর প্রমূখ। সভায় আরও বক্তব্য রাখেন দলিত ইয়ূথ কাউন্সিলের নেতা জয় লাল, আনন্দ দাস, শাওন রাউথ, প্রান্ত হালদার প্রমূখ।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. আলী আকবর টিপু ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *