নগরীতে ডিবি’র অভিযানে ১শ’ পিস ইয়াবাসহ আটক ১
দ: প্রতিবেদক
খুলনায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মুন্না খান (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রবিবার রাতে নগরীর ৫নং ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এর অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য জানান।
তিনি আরও জানান, রবিবার রাতে খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা সদর থানাধীন ৫নং ঘাট থেকে তাকে আটক করে। আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবন এবং ক্রয়-বিক্রয় করে আসছে। এ বিষয়ে তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।