January 15, 2025
আঞ্চলিক

নগরীতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ তিনজন আটক

 

দ: প্রতিবেদক

খুলনায় ১৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকরা হলেন মোঃ রাব্বী হোসেন (২৫), শেখ সৈকত (২৬) ও নাসরিন বেগম (২৮)। গত সোমবার রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (সদর ও পিআর) শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খালিশপুর থানাধীন গোয়ালখালী ক্লাব মোড় এর সামনে পাঁকা রাস্তার সামনে অভিযান চালিয়ে রাব্বী হোসেন ও শেখ সৈকতকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মোতাবেক সোনাডাঙ্গা মডেল থানাধীন সোনাডাঙ্গা আবাসিক এলাকার ২য় ফেজের রোড নং ১৪, বাড়ী নং-৬৬ হতে নাসরিন বেগমমে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে খালিশপুর এবং সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *