নগরীতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ তিনজন আটক
দ: প্রতিবেদক
নগরীতে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকরা হলেন খালিশপুর থানাধীন আলমনগর মধ্যপাড়া রোড এলাকার মোঃ ওয়াদুদ ইসলামের ছেলে রেজাউল করিম @ রিজু (২৪), মোঃ সেলিম শিকদার’র ছেলে মোঃ আল-আমিন (২৩) ও ডুমুরিয়ার মৃত হিরু মোলার ছেলে মোঃ রাজ মাহমুদ (২১)। কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খালিশপুর থানাধীন গোয়ালখালী বাসষ্ট্যান্ড এলাকা হতে রেজাউল করিম @ রিজু ও মোঃ আল-আমিনকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট এবং সোনাডাঙ্গা থানাধীন আবাসিক এলাকা হতে মোঃ রাজ মাহমুদকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।