December 22, 2024
আঞ্চলিক

নগরীতে ট্রাক চাপায় মানসিক ভারসাম্যহীন নারী নিহত

 

দ: প্রতিবেদক

খুলনায় ট্রাক চাপায় হাঁসি বেগম (২২) নামে মানসিক ভারসাম্যহীন এক নারী নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে নগরীর ফুলবাড়ীগেটস্থ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকসহ চালকের সহকারী আবুল হোসেনকে (২৪) আটক করেছে পুলিশ। নিহত হাঁসি বেগম দৌলতপুর মহেশ্বরপাশা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের কন্যা। স্বামী পরিত্যক্তা এ নারীর একটি পুত্র সন্তান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানসিক ভারসাম্যহীন নারী হাঁসি বেগম ফুলবাড়ীগেটস্থ রেলক্রসিং পার হচ্ছিলেন। পথিমধ্যে শিরোমনি থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রাক (ঢাকা মেট্রো-ছ- ৮৪-০২৩৬) তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপরই তাকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলেই হাঁসি বেগম মারা যান।

খানজাহান আলী থানার এসআই আব্দুল হক বলেন, রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় এ ঘটনায় ট্রাকসহ চালকের সহকারী আবুল হোসেনকে আটক করা হয়েছে। তবে, চালক হাফিজুর রহমান পালিয়ে যায়। মামলার প্রস্তুতি চলছে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *