নগরীতে গাঁজা গাছসহ ঘোষ ডেয়ারির মালিক আটক
দ: প্রতিবেদক
নগরীতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ পল্টু ঘোষ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছেন খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়। আটক ব্যক্তি নগরী নিরালা শেরে বাংলা রোডে সাতক্ষীরা ঘোষ ডেয়ারির মালিক। গতকাল বৃহস্পতিবার সকালে ‘ক’ সার্কেলের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত¡াবধানে ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নিরালস্থ সাতক্ষীরা ঘোষ ডেয়ারিতে অভিযান পরিচালনা করেন। এ সময় ঘোষ ডেয়ারির কারখানা থেকে গাঁজা গাছসহ পরিতোষ ঘোষের পুত্র পল্টু ঘোষকে আটক করে।