নগরীতে ওষুধ কোম্পানির অফিসে আগুন
দ: প্রতিবেদক
খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকায় একটি ওষুধ কোম্পানির অফিসে আগুন লেগেছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ার আগেই অফিসের লোকজন তা নিভিয়ে ফেলে। আগুনে ওই অফিসের দুটি ফ্রিজ পুড়ে গেছে।
খুলনার ফায়ার সার্ভিসের টুটপাড়া স্টেশনের স্টেশন অফিসার রিপন কুমার ঘোষ জানান, নগরীর নিরালা আবাসিক এলাকার ১১ নম্বর সড়কের ১৪৫ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় ওষুধ কোম্পানি অ্যারিস্টোফার্মার বিক্রয় ও বিতরণ কার্যালয়। বিকাল সাড়ে ৩টার দিকে শটসার্কিটের কারণে অফিসের ফ্রিজে আগুন ধরে যায়। আগুনে দুটি ফ্রিজ পুড়ে যায়। খবর পেয়ে টুটপাড়া ফায়ার স্টেশনের দুটি আগুন ঘটনাস্থলে পৌঁছায় ততক্ষণে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সতর্কতার কারণে আগুন ছড়ায়নি।