নওয়াপাড়ায় মুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবলীগ সদস্য খুন : ঘাতক আটক
মল্লিক খলিলুর রহমান, অভয়নগর
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ঝালমুড়ি বিক্রি করতে নিষেধ করায় ঝালমুড়িওয়ালার ছুরিকাঘাতে ওয়ার্ড যুবলীগের আহবায়ক কমিটির এক সদস্য’কে হত্যাকরা হয়েছে। খুনি ঝালমুড়িওয়ালাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে ঘাট শ্রমিকরা। নিহত যুবলীগ সদস্য জাহিদুল খা (৩৫) উপজেলার মশরহাটি গ্রামের ইব্রাহিম খার ছেলে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে উপজেলার মশরহাটি গ্রামে জয়েন্ট ট্রেডিং এর তিন নম্বর ঘাটে।
নিহতের বন্ধু প্রত্যক্ষদর্শী ঘাট শ্রমিক মুন্না মোল্যা জানান, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২ টার সময় ভ্যানে করে এক ঝালমুড়িওয়ালা ঘাটে আসে। এসময় জাহিদুল ঝালমুড়িওয়ালাকে ঘাটের বাইরে গিয়ে কেনাবেচা করতে বলে। কিন্তু সে বাইরে না গিয়ে জাহিদুলের সাথে বাকবিতন্ডা শুরু করে। এক পর্যায়ে তার হাতে থাকা ছুরি দিয়ে জাহিদুলের বাম পাশের পাঁজরে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় জাহিদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে ঘাটে কর্মরত শ্রমিকরা খুনি ঝালমুড়িওয়ালাকে ছুরিসহ ধরে গণধোলাই দিয়ে অভয়নগর থানা পুলিশের নিকট সোপর্দ করে।
এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ আলমগীর হোসেন বলেন, খুনি ঝালমুড়িওয়ালা ইমরান শেখ (২৭) নড়াইল জেলার বাহির গ্রামের সালাম সেখের ছেলে। ঘাট শ্রমিকরা তাকে ছুরিসহ ধরে পুলিশে সোপর্দ করেছে। তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের ময়না তদন্ত ও হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
নওয়াপাড়া পৌর যুবলীগের আহবায়ক হাসান গাজী জানান, নিহত জাহিদুল খা পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ছিলেন।