December 27, 2024
জাতীয়

নওগাঁয় ধর্ষণের পর গৃহবধূকে হত্যা

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নিজ বসতঘরে দুই সন্তানের জননী এক গৃহবধূর মৃতদেহ পাওয়া গেছে, যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।  গতকাল রবিবার সেকালে বড়াইল দীঘিপাড়া গ্রামে ওই নারীর (৩৪) ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে নিয়ামতপুর থানার এসআই দুরুল হুদা জানিয়েছেন।

এসআই দুরুল হুদা জানান, এই নারী স্বামীর বাড়িতে নিজ ঘরে শনিবার রাতের খাবারের পর শুয়ে পড়েন। পাশের ঘরে ছিল তার ছেলে। সকালে ওই ঘরে তার মৃতদেহ পাওয়া যায়। তার মাথার ডান পাশে শক্ত কিছুর আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ধর্ষণের পর মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিহত নারীর ছেলে সাংবাদিকদের বলেন, বাবা ঢাকায় চাকরি করেন। আমি রাত আনুমানিক সাড়ে ১১টার সময় পাশের ঘরে শুয়ে পড়ি। এরপর সারারাত কী ঘটেছে বলতে পারব না। সকাল ৭টায় ঘুম থেকে উঠে পাশের ঘরে দেখি মা মৃত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *