দ.আফ্রিকাকে গুঁড়িয়ে সিরিজ অস্ট্রেলিয়ার
নিউল্যান্ডসে বল টেম্পারিংয়ের ঘটনায় ঝড় বয়ে গিয়েছিল স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারের উপর দিয়ে। সেই মাঠে ফিরে যেন তাণ্ডব চালালেন এই দুই ব্যাটসম্যান। বিস্ফোরক ইনিংস খেললেন অ্যারন ফিঞ্চও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রানের পাহাড় গড়ে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া।
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৯৭ রানে জিতে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে ফিঞ্চের দল। ১৯৩ রান তাড়ায় ১৫ ওভার ৩ বলে ৯৬ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
এই ম্যাচ যেন জোহানেসবার্গে হয়ে যাওয়া প্রথম ম্যাচের প্রতিচ্ছবি। ঝড় তোলে অস্ট্রেলিয়ার বড় রান। রান তাড়ায় তালগোল পাকিয়ে দক্ষিণ আফ্রিকার বড় হার। সেই ম্যাচে ৮৯ রানে গুটিয়ে গিয়ে ১০৭ রানে হেরেছিল তারা।
কেপ টাউনে বুধবার টস হেরে ব্যাট করতে নেমে ওয়ার্নার ও ফিঞ্চের ব্যাটে উড়ন্ত সূচনা পায় অস্ট্রেলিয়া। প্রথম ১১ ওভারে সফরকারীরা ডট বল খেলে কেবল ১২টি। প্রথম ১০ ওভারে দুই ওপেনার তোলেন ১১৪ রান।
ওয়ার্নারের বিদায়ে ভাঙে জুটি। আনরিক নরকিয়ার বলে দুর্দান্ত এক ক্যাচ নেন ডেভিড মিলার। ৩৭ বলে খেলা ওয়ার্নারের ৫৭ রানের ইনিংস সাজানো দুই ছক্কা ও পাঁচ চারে।
এরপর বেশিক্ষণ টিকেননি ফিঞ্চ। ২৭ বলে পঞ্চাশ করার পর থেকে রানের জন্য ভুগছিলেন। শেষ পর্যন্ত ৩৭ বলে ছয় চার ও এক ছক্কায় ৫৫ রান করে তাবরাইজ শামসির বলে ফিরেন এলবিডব্লিউ হয়ে।
৬৯ বলে গড়া ১২০ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর আর কোনো জুটি গড়তে পারেনি অস্ট্রেলিয়া। তবে দুই ছক্কায় ১৫ বলে ৩০ রানের ঝড়ো ইনিংসে দলকে দুইশ রানের কাছে নিয়ে যান স্মিথ।
রান তাড়ায় প্রথম ওভারেই বড় একটা ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কককে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে দেন মিচেল স্টার্ক। বাঁহাতি এই পেসার পরের ওভারে বিদায় করেন ফাফ দু প্লেসিকে।
জুটি গড়ার আভাস দিয়েই থেমে যান রাসি ফন ডার ডাসেন ও হাইনরিখ ক্লাসেন। দলের বিপদে ত্রাতা হতে পারেননি ডেভিড মিলার।পেসাররা সুরটা বেঁধে দেওয়ার পর বাকিটা সহজেই সেরেছেন স্পিনাররা। অ্যাশটন অ্যাগার ও অ্যাডাম জ্যাম্পার স্পিনের জবাব জানা ছিল স্বাগতিকদের। শেষ ৫ উইকেট হারিয়েছে কেবল ৯ রানে।
তিনটি করে উইকেট নেন স্টার্ক ও অ্যাগার। শুরুতে বিপজ্জনক ডি কক ও দু প্লেসিকে ফিরিয়ে দেওয়া স্টার্ক জেতেন ম্যাচ সেরার পুরস্কার। ধারাবাহিকতার জন্য অস্ট্রেলিয়া অধিনায়ক ফিঞ্চ জেতেন সিরিজ সেরার পুরস্কার।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া:২০ ওভারে ১৯৩/৫ (ওয়ার্নার ৫৭, ফিঞ্চ ৫৫, ওয়েড ১০, মার্শ ১৯, স্মিথ ৩০*, কেয়ারি ৭, অ্যাগার ১*; রাবাদা ৪-০৪২-১, নরকিয়া ৪-০-৪৬-১, এনগিডি ৪-০-৩৩-১, প্রিটোরিয়াম ৪-০-৪২-১, শামসি ৪-০-২৫-১)
দক্ষিণ আফ্রিকা: ১৫.৩ ওভার ৯৬ (ডি কক ৫, ফন ডার ডাসেন ২৪, দু প্লেসি ৫, ক্লাসেন ২২, মিলার ১৫, ফন বিলিয়োন ১, প্রিটোরিয়াস ১১, রাবাদা ৫, নরকিয়া ২, এনগিডি ০, শামসি ২*; স্টার্ক ২.৩-০-২৩-৩, কামিন্স ৩-০-২৭-১, রিচার্ডসন ২-০-১৭-০, অ্যাগার ৪-০-১৬-৩, জ্যাম্পা ৩-০-১০-২, মার্শ ১-০-৩-১)
ফল: অস্ট্রেলিয়া ৯৭ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে জয়ী
ম্যান অব দা ম্যাচ:মিচেল স্টার্ক
ম্যান অব দা সিরিজ: অ্যারন ফিঞ্চ