December 27, 2024
আঞ্চলিক

দাকোপে বিশ্ব ঋতুকালীন স্বাস্থ্য পরিচর্যা দিবসের র‌্যালী

 

দাকোপ প্রতিনিধি

‘মাসিক ব্যবস্থাপনায়  সচেতন হই-আজই, এখন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে বিশ্ব ঋতু কালীন স্বাস্থ্য পরিচর্যা দিবস ২৮ মে ২০১৯ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগীতায় ও কেয়ার বাংলাদেশ ক্যাটস-২,অ্যাসওয়া-২ প্রকল্পের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহযোগীতায় গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী  চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির  বক্তৃতা  করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব কুমার দাশ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিলন ফকির। উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশ’র ক্যাটস প্রকল্পের ওয়াশ ফ্যসিলিটেটর কামাল হোসেন শেখ, আক্তারুজ্জামনসহ সাংবাদিকবৃন্দ ও সুধীজন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *