ত্রৈমাসিক সাতক্ষীরার পত্রের মোড়ক উন্মোচন
খবর বিজ্ঞপ্তি
ত্রৈমাসিক সাতক্ষীরার পত্রের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরীর সঞ্চালনায় ত্রৈমাসিক সাতক্ষীরার পত্রের মোড়ক উন্মোচন করেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার।
এসময় জেলা পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন, সুন্দরবন সাহিত্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুনসুর রহমান, বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠি সাতক্ষীরা জেলার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, কবিতা কুঞ্জের সভাপতি সিরাজুল ইসলাম, জাগ্রত সাতক্ষীরার সভাপতি সায়েম ফেরদৌস মিতুল, কবি নিশিকান্ত বন্দোপাধ্যায়, আবৃত্তি সংগঠক মনিরুজ্জামান ছট্টু, মন্ময় মনির, দিলরুবা রুবি ও সুন্দরবন সাহিত্য পরিষদের সদস্য এন আমিন সহ জেলা, উপজেলা থেকে আগত কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।