January 15, 2025
আঞ্চলিক

তেরখাদায় নবাগত ইউএনও’র যোগদান সুধী সমাজের সাথে মতবিনিময়

তেরখাদা প্রতিনিধি

তেরখাদা উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে শ্রী বিষ্ণুপদ পাল গতকাল রবিবার বেলা ১২টায় উপজেলায় নিজ কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন। প্রথম কর্মদিবসে তিনি উপজেলার সুধী সমাজের সাথে মত বিনিময়কালেন বলেন, ইতোপূর্বে প্রায় পোনে ২ বছর সততা ও ন্যায় নিষ্ঠার সাথে মেহেরপুর জেলার গাংনী উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বে নিয়োজিত ছিলাম। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সাবেক ইউএনও মোঃলিটন আলী বদলীজনিত কারণে নতুন ইউএনও হিসেবে তিনি তেরখাদায় উপজেলায় যোগদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জননন্দিত উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের উপপ্রচার সম্পাদক শেখ শহিদুল ইসলাম। ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, সাধারণ সম্পাদক বাছিতুল হাবিব প্রিন্স, সহ-সভাপতি মোল্যা সেলিম আহমেদ প্রমুখ। তিনি তেরখাদার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা নিয়ে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, বাল্য বিবাহ নির্মুল করে তেরখাদা উপজেলা কে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *