তেরখাদায় জাতীয় সমাজসেবা পালিত
তেরখাদা প্রতিনিধি
সারাদেশের ন্যায় তেরখাদা উপজেলায়ও জাতীয় সমাজসেবা দিবসের র্যালী গতকাল সকাল ১০টায় উপজেলার প্রধান সড়কে অনুষ্ঠিত হয়েছে। র্যালী পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদপালের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, সাংগঠনিক মুক্তিযোদ্ধা কমান্ডার বোরহান উদ্দিন আহমেদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, মোঃ শাহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা ফেরদৌসি রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমান, সাহেলা সুলতানা, সুকুমার কুন্ড, মোঃ মিজানুর রহমান, মোঃ নেওয়াজ মোল্যা, ফরিদা ইয়াসমিন প্রমুখ। আলোচনা শেষে উপজেলার শতাধিক হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম।