তেরখাদায় চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
তেরখাদা প্রতিনিধি
উপজেলা পর্যায়ে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ উপলক্ষ্যে আয়োজিত চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা গতকাল বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনায় মাধ্যমিক ফিল্ড সুপার ভাইজার সাহেলা সুলতানা। এসময় সহকারী প্রোগ্রামার যুথিকা মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক প্রদীপ কুমার সাহা, অসি (তদন্ত) স্বপন কুমার রায়, প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাতসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।