December 22, 2024
আঞ্চলিক

তেরখাদার কাটেঙ্গা বাজারে সিসি ক্যামেরা স্থাপন, ব্যবসায়ীদের মাঝে স্বস্তি

তেরখাদা প্রতিনিধি

তেরখাদা থনার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফার উদ্যোগে উপজেলা সদরের ঐতিহ্যবাহী কাটেঙ্গা বাজারে সি সি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফা জানুয়ারি মাসের ১ তারিখে তেরখাদা থানায় যোগদান করার পর বাজারটিতে সিসি ক্যামেরা স্থাপন করার উদ্যোগ গ্রহণ করেন। তিনি বাজারের ব্যবসায়ীদের সাথে আলোচনা করেন। ব্যবসায়ীরা ওসি মোহাম্মাদ গোলাম মোস্তফা এ মহতী উদ্যোগে সাড়া দিয়ে সি সি ক্যামেরা স্থাপনের লক্ষ্যে কার্যক্রম শুরু করেন।

পরবর্তীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল বাজারে সি সি ক্যামেরা স্থাপনের জন্যে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন। চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ  কাটেঙ্গা বাজারের সকল গলিতে এবং বাজারের সকল প্রান্তে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। বাজারে সি সি ক্যামেরা স্থাপনের পর শান্তিপূর্ণ পরিবেশ ফিরে এসেছে। এখন বাজারে এসে অপরাধীদের এলোমেলো চলাফেরা ঘোরাফেরা বন্ধ হয়ে গেছে। অপরাধীরা অনেক সচেতন হয়ে এখন সাবধানতা অবলম্বন করছে। বাজারের সকল প্রকার অনিয়ম নিয়মে পরিণত হয়েছে। ব্যবসায়ীদের মাঝে আনন্দ বিরাজ করছে। এক সময় বাজারটিতে নানা রকম অনিয়ম অব্যবস্থাপনা চলছিল। গত কয়েক বছর অবশ্য ভাল পরিবেশ বজায় ছিল। সি সি ক্যামেরা স্থাপনের কারণে এখন ব্যবসায়ীদের নিরাপত্তা আরও বেড়ে গেছে। বাজারে আগতরাও নির্বিঘেœ নিরাপত্তার সাথে বাজারের কাজকর্ম সেরে বাড়ি ফিরছে।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফার সাথে কথা হলে তিনি জানান, তেরখাদা সদরের পরে এ বাজারটির অবস্থান। এখানে প্রতিদিন লাখ লাখ টাকার বিকিকিনি হয়। এখানে সিসি ক্যামেরা জরুরী। তিনি বলেন সিসি ক্যামেরা স্থাপনের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দিকে যাবে। অপরাধীরা অপরাধ সংগঠিত করতে ভয় পাবে। তিনি বলেন এ বাজারের মত সকল বাজারে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *