December 22, 2024
আঞ্চলিক

তালায় হুইল চেয়ার পেল প্রতিবন্ধী মোজাহার ও পঙ্গু বাচ্চু

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

রক্তদানের জন্য সেচ্ছাসেবী সংগঠন তালা বøাড ব্যাংকের প্রচেষ্টায় হুইল চেয়ার পেল উপজেলা মোবারকপুর গ্রামের দরিদ্র প্রতিবন্ধী মোঃ মোজাহার সরদার (৭৫) ও মাঝিয়াড়া গ্রামের মির্জা বাচ্চু হোসেন (৫২)। বৃহস্পতিবার উপজেলা চত্বরে তালা বøাড ব্যাংকের উদ্যোগে ও বে-সরকারি সংস্থা উত্তরণের অর্থায়নে এ হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উত্তরনৈর ম্যানেজার মোঃ রবিউল ইসলাম, তালা বøাড ব্যাংকের সদস্য আব্দুল্লাহ আল মামুন সৈকত, অসীম কুমার রায়, অমিত বিশ্বাস, সালমা খাতুন প্রমুখ।

জানা যায়, প্রায় ৪৫ বছর আগে গ্যাংগ্রিন হয়ে দুটি পা অচল হয়ে যায় তালা সদরের মোবারকপুর গ্রামের মৃত মান্দার সরদারের ছেলে মোজাহার সরদারের। এরপর থেকে দুই হাতে ভর করে চলাফেরা করতেন তিনি। আর্থিক অচ্ছলতা ও সন্তানদের অবহেলার কারণে দীর্ঘদিনেও একটি হুইল চেয়ার কিনতে পারেনি সে। বিষয়টি তালা বøাড ব্যাংকের সদস্য অমিত বিশ্বাস জানতে পেরে তালার মানবিক উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনকে  জানান। পরবর্তীতে ইউএনও’র প্রচেষ্টা ও বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের অর্থায়নে মোজাহার সরদারকে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দিতে পেরেছেন তালা বøাড ব্যাংকের সদস্যরা। এদিকে সড়ক দুর্ঘটনায় পঙ্গু মাঝিয়াড়া গ্রামের মির্জা বাচ্চু হোসেন (৫২) কে উত্তরণের সহযোগিতায় হুইল চেয়ার প্রদান করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *