September 18, 2025
জাতীয়লেটেস্ট

ঢাকা মহানগর আওয়ামী লীগের সমাবেশ শনিবার

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী শনিবার (১৩ মে)। এদিন রাজধানীর মিরপুর ১০ এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১১ মে) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৩ মে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে সমাবেশে অংশ নেবেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান সমাবেশে সভাপতিত্ব করবেন।

শেয়ার করুন: