December 22, 2024
জাতীয়

ঢাকা বারে শীর্ষ পদে বিএনপির জয়

দক্ষিণাঞ্চল ডেস্ক

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০ পদে জয়ী হয়েছে বিএনপি সমর্থকরা। শীর্ষ পদ দুটো হারালেও আওয়ামী লীগ সমর্থকরা জয় পেয়েছে ১৩টি পদে। ঢাকা আইনজীবী সমিতির ২০২০-২১ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে গত বুধ ও বৃহস্পতিবার ভোটগ্রহণের পর শনিবার গণনা শেষ ফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে জয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) মো. ইকবাল হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন একই প্যানেলের হোসেন আলী খান হাসান। নীল প্যানেল থেকে কোষাধ্যক্ষ পদে  আব্দুল আল মামুন ও অফিস সম্পাদক পদে এইচ এম মাসুম বিজয়ী হয়েছেন।

কার্যনির্বাহী সদস্যের ছয়টি পদেও জয়ী হয়েছে বিএনপি সমর্থকরা। তারা হলেন-কাজী আফরোজা সুলতানা (ইভা), ইয়াছিন মিয়া,  আব্দুল বাসেত রাখী, আজহার উদ্দিন রিপন, তানভীর হাসান সোহেল ও সাদেকুল ইসলাম ভূইয়া (জাদু)। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল (সাদা প্যানেল) ৮টি সম্পাদকীয় পদসহ ১৩টি পদে জয়ী হয়।

এই প্যানেল থেকে বিজয়ীরা হলেন জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে মো. আবদুল কাদের, সহ-সভাপতি পদে  মো. ইমাম হোসেন মঞ্জু, জ্যেষ্ঠ সহ-সাধারণ সম্পাদক পদে এ কে এম হাবিবুর রহমান চুন্নু, সহ-সাধারণ সম্পাদক পদে সিকদার মোহাম্মদ আক্তারুজ্জামান হিমেল, লাইব্রেরি সম্পাদক পদে মো. আতাউর রহমান খান (রুকু), সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিমা আক্তার রীতা, ক্রীড়া সম্পাদক পদে সাইফুল ইসলাম সুমন ও সমাজ কল্যাণ সম্পাদক পদে খালেদুর রহমান। সাদা প্যানেল থেকে কার্যনির্বাহী কমিটির সদস্য পদে বিজয়ীরা হলেন এ এইচ এম শফিকুল ইসলাম সোহাগ, মো. সাব্বির হাসান, সাইফুল ইসলাম, মেহেদী হাসান মেরিন ও  রমজান আলী সরদার রানা।

গত কয়েক বছর ধরেই ঢাকা বারে আওয়ামী লীগ সমর্থকদের কর্তৃত্ব ছিল। গতবারের নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৮টি পদেই জয়ী হয়েছিল আওয়ামী লীগ সমর্থকরা। এবার তাতে ছেদ ঘটল। এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ১৮ হাজার ১৫০ জন। এর মধ্যে দুদিনে ভোট দিয়েছেন ৯ হাজার ২৯৯ জন। কার্যনির্বাহী কমিটির ২৩টি পদে মোট ৪৬ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *