ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৯
দক্ষিণাঞ্চল ডেস্ক
মাদক সেবন ও বিক্রির অভিযোগে রাজধানীতে ৬৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, এসব অভিযানে ২ হাজার ৯৮১ ইয়াবা, ২০৫ পুরিয়া হেরোইন, ৮৬ পুরিয়া গাঁজা ও ৩১৭টি নেশার ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।