December 27, 2024
আঞ্চলিক

ঢাকায় আরটিভি’র ২ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি
ঢাকায় আরটিভি’র রিপোর্টার সোহেল রানা ও ক্যামেরাম্যান সাইমনের ওপর হামলার প্রতিবাদে খালিশপুরে মানববন্ধন করেছে খুলনার সাংবাদিকরা। গতকাল রবিবার সকাল ১০টায় নগরীর খালিশপুর পিপলস গোলচত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। খুলনা শিল্পাঞ্চল সাংবাদিক ক্লাব ও আরটিভির পরিবার এ কর্মসূচির আয়োজনে করে। মানববন্ধন কর্মসূচি চলাকালে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজে’র সাবেক যুগ্ম মহাসচিব মোজাম্মেল হক হাওলাদার, কেইউজের সাবেক সাধারণ সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ, বিএফইউজে’র কার্যনির্বাহী কমিটির সদস্য সাঈদুজ্জামান স¤্রাট, সাবেক সদস্য মোঃ হুমায়ুন কবির, আসাদুজ্জামান রিয়াজ, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সহ-সভাপতি কৌশিক দে বাপ্পী, খুলনা শিল্পাঞ্চল সাংবাদিক ক্লাবের আহবায়ক মোঃ বাবুল আকতার ও আরটিভির খুলনা প্রতিনিধি এস এম মনিরুজ্জামান।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংবাদিক মিজানুল ইসলাম, মোঃ সোহরাব হোসেন, মহেন্দ্র নাথ সেন, শামীম আশরাফ শেলী, শেখ লিয়াকত হোসেন, নূর হাসান জনি, মোঃ মিলন হোসেন, মোঃ আবু সাঈদ,আমজান আলী লিটন, খলিলুর রহমান সুমন, মোঃ হেলাল ফকির, মোঃ ইমরুল ইসলাম, গোলাম রসুল, শফিকুল ইসলাম অভি, আওয়ামীলীগ নেতা আব্দুস সাত্তার লিটন, আঃ মজিদ বকুল, শ্রমিক নেতা শেখ মোঃ ইব্রাহিম, যুবলীগ আব্দুল্লাহ আল মামুন মিলন , নূর এ হেলাল, মহিদুল ইসলাম মিলন।
সমাবেশে বক্তারা বলেন, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তৃপক্ষের দুর্নীতি কারণে রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই সংবাদ সংগ্রহ করতে গেলে ডাক্তারদের নির্দেশে আরটিভির রিপোর্টার সোহেল রানা ও ক্যামেরাম্যান নাজমুল হোসেন সাইমনের ওপর হামলা চালায়। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *