ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে তাপস মিস্ত্রি (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে উপজেলার বৈঠাহারা এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার বৈঠাহারা এলাকার কৃষ্ণপদ মিস্ত্রির ছেলে তাপস মিস্ত্রি বৈঠাহারা মহাশ্মশান মন্দিরে বার্ষিক কালি পূজা অনুষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতে যায়। কাজের এক পর্যায়ে ঘটনার দিন সন্ধ্যার পর সে একা বৈদ্যুতিক আলোক সজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হয়। এরপর পূজা উদযাপন কমিটির লোকজন তাকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।