ডুমুরিয়ায় জমির বিরোধে ১৪৪ ধারা জারি
দ. প্রতিবেদক
ডুমুরিয়ার শোভনা মাদারতলা এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ১৪৪/১৪৫ ধারা জারি করেছে আদালত। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত খুলনার এম.পি মামলা নং-১৬৩/২০ (ডুমুরিয়া) ধারা-১৪৪/১৪৫ ফৌ:কা:বি: ও আদালতের স্মারক নং এডিএম/খুলনা ২৮২/২০ (যুক্ত) তারিখ ৩ মার্চ ২০২০, শনিবার এ সংক্রান্ত নোটিশ করেন ডুমুরিয়া থানার এসআই (নি:) মো. কেরামত আলী।
জানা গেছে, শোভনা ইউনিয়নের মাদারতলা ৮ নং ওয়ার্ডের মৃত জিতেন্দ্রনাথ মন্ডলের পুত্র পবিত্র কুমার মন্ডল ও তার পরিবারের সাথে একই পাড়ার অনুপ কান্তি মন্ডল, অসিত মন্ডল, পীযূষ কান্তি মন্ডল, সুবিন্দ্র নাথ মন্ডল, অবনিন্দ নাথ মন্ডল, নিউটন মন্ডলদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। ফলে প্রায় সময় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
পবিত্র কুমার মন্ডল জানান, পৈত্রিক সম্পত্তি থেকে আমাদেরকে বঞ্চিত করছে। গ্রাম আদালত, থানা পুলিশ এমনকি তারা আদালতের রায়কেও আমান্য করেছে। এখন আদালত ১৪৪/১৪৫ ধারা জারি করেছে। আশা করছি আমরা ন্যায় বিচার পাবো।
অনুপ কান্তি মন্ডল জানান, পবিত্র কুমার মন্ডল ও তার পরিবারের লোকজন আমাদের অগচরে আমাদের জমি ওদের নিজেদের নামে করে নিয়েছে। এখন তারা আদালতে মামলা করেছে।
ডুমুরিয়া থানার এসআই (নি:) মো. কেরামত আলী জানান, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমি রবিবার নোটিশ করেছি এবং আগামী শুক্রবার সকলকে নিয়ে বসার কথা বলেছি।