December 26, 2024
আঞ্চলিকলেটেস্ট

ডুমুরিয়ায় উপজেলা চেয়ারম্যান হলেন স্বতন্ত্র প্রার্থী এজাজ

দ: প্রতিবেদক
খুলনার ডুমুরিয়া উপজেলার চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গাজী এজাজ আহমেদ। প্রতিদ্ব›দ্বী নৌকা প্রতীকের মোস্তফা সরোয়ারকে ৩৯ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি। এজাজ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও ডুমুরিয়ার সাবেক চেয়ারম্যান প্রয়াত গাজী আব্দুল হাদির পুত্র।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম জানান, ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের মোট ৯৪টি কেন্দ্রে বেসরকারি ফলাফলে ঘোড়া প্রতীক নিয়ে এজাজ আহমেদ পেয়েছেন ৮২ হাজার ৮১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মোস্তফা সরোয়ার পেয়েছেন ৪৩ হাজার ৬২৩ ভোট। তাদের দু’জনের ভোটের ব্যবধান ৩৯ হাজার ১৮৭ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে গাজী আব্দুল হালিম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিনা পারভীন রুমা বিজয়ী হয়েছেন।


ইউনিয়নভিত্তিক ফলাফলে- ধামালিয়া ইউনিয়নে ঘোড়া প্রতীকের গাজী এজাজ আহমেদ পেয়েছেন ৭ হাজার ১৬৪ ভোট, নৌকা প্রতীকের মোস্তফা সরোয়ার পেয়েছেন ২ হাজার ৪৫ ভোট। রঘুনাথপুর ইউনিয়নে ঘোড়া পেয়েছে ১০ হাজার ৭২৪ ভোট, নৌকা পেয়েছে ১ হাজার ২৬ ভোট। রুদাঘরা ইউনিয়নে ঘোড়া পেয়েছে ৮ হাজার ৭১৭ ভোট, নৌকা পেয়েছে ১ হাজার ৬০০ ভোট। খর্ণিয়া ইউনিয়নে ঘোড়া পেয়েছে ৩ হাজার ৬৬২ ভোট, নৌকা পেয়েছে ৪ হাজার ৮৯৩ ভোট। আটলিয়া ইউনিয়নে ঘোড়া পেয়েছে ৬ হাজার ৫০৭ ভোট, নৌকা পেয়েছে ৪ হাজার ২৯০ ভোট। মাগুরঘোনা ইউনিয়নে ঘোড়া পেয়েছে ৩ হাজার ৯৫৪ ভোট, নৌকা পেয়েছে ৩ হাজার ৭৯৭ ভোট। শোভনা ইউনিয়নে ঘোড়া পেয়েছে ৬ হাজার ২০০ ভোট, নৌকা পেয়েছে ৩ হাজার ৮২৫ ভোট। শরাফপুর ইউনিয়নে ঘোড়া পেয়েছে ২ হাজার ৫৩৫ ভোট, নৌকা পেয়েছে ৩ হাজার ৭২ ভোট। সাহস ইউনিয়নে ঘোড়া পেয়েছে ৩ হাজার ১৮১ ভোট, নৌকা পেয়েছে ৩ হাজার ৮৮৫ ভোট। ভান্ডারপাড়া ইউনিয়নে ঘোড়া পেয়েছে ৬ হাজার ৫৭৪ ভোট, নৌকা পেয়েছে ১ হাজার ৫০৩ ভোট। সদর ইউনিয়নে ঘোড়া পেয়েছে ৫ হাজার ৬৬১ ভোট, নৌকা পেয়েছে ৪ হাজার ৯৯৭ ভোট। রংপুর ইউনিয়নে ঘোড়া পেয়েছে ৭ হাজার ২৩৯ ভোট, নৌকা পেয়েছে ১ হাজার ৭২০ ভোট। গুটুদিয়া ইউনিয়নে ঘোড়া পেয়েছে ৬ হাজার ৮৮ ভোট, নৌকা পেয়েছে ৫ হাজার ২৬০ ভোট। মাগুরখালী ইউনিয়নে ঘোড়া পেয়েছে ৪ হাজার ৬০৪ ভোট, নৌকা পেয়েছে ২ হাজার ১৫০ ভোট।
এরআগে পঞ্চম উপজেলা নির্বাচনের শেষ ধাপে গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডুমুরিয়ার ১৪টি ইউনিয়নের মোট ৯৪টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলাকালে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, জেলা পুলিশ সুপার এস এস শফিউল­াহ-সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে কর্মকর্তাবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।
এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। এরা হলেন মোস্তফা সরোয়ার (নৌকা), গাজী এজাজ আহমেদ (ঘোড়া), মো. মাহবুবুর রহমান মোল­¬া (আনারস), সেলিম আকতার স্বপন (হাতুড়ী) ও শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার (দোয়াত কলম)।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *