ডুমুরিয়ার রংপুর কলেজে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
ডুমুরিয়া প্রতিনিধি
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জেলার ডুমুরিয়া উপজেলার রংপুর মহাবিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত। সিএসএস পরিচালিত রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের সহযোগিতায় সংস্করণ স্বেচ্ছাসেবী সংগঠণের আয়োজনে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
চিকিৎসা ক্যাম্পে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপত্বি করেন রংপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সমরেশ মন্ডল। উপস্থিত ছিলেন, সাধু বেনেঠিক মঠ, মহেশ্বর পাশা, খুলনাএর ফাদার প্রেমানন্দ কর্মকার, সংরক্ষণ সেচ্ছাসেবি সংগঠন উপদেষ্টা আশীষ কবিরাজ, মো: সেলিম শেখ, বিশ^জিত মন্ডল, দুর্লভ বালা, সুকৃতি সরকার, সবুজ মন্ডল, বিপ্রদাস মন্ডল, সুকান্ত মন্ডল, তানিয়া বিশ্বাস, অনিষ বিশ্বাস, প্রমুখ। অনুষ্ঠান শেষে চিকিৎসা গ্রহণকারী রোগীদের ছানি পড়া, লেন্স স্থাপন, চশমা প্রদানসহ বিভিন্ন চিকিৎসা দেয়া হয়।