ডা. মোস্তফা কামাল এর মাতার মৃত্যুতে বিপিএমপিএ’র শোক
খবর বিজ্ঞপ্তি
গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ) ও বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন (বিপিএইচসিডিওএ), খুলনা জেলা শাখার সহ-সভাপতি ও খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতলের পরিচালক ডা. মো: মোস্তফা কামালের মাতা মোসা: নুরুন নাহার বার্ধক্যজনিত কারণে ইন্তেকালে (ইন্নালিলাহি …. রাজেউন) বিপিএমপিএ ও বিপিএইচসিডিওএ, খুলনা জেলা শাখা গভীরভাবে শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
মরহুমার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বিপিএমপিএ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা শাখার সভাপতি ডা. গাজী মিজানুর রহমান, সহ-সভাপতিবৃন্দরা ডা. আর. কে নাথ, ডা. মো: বোরহানউদ্দিন আহমেদ, ডা. এম. আর. খান, সাধারণ সম্পাদক ডা. মো: সওকাত আলী লস্কর, ডা. বঙ্গ কমল বসু, ডা. এম. এ. হান্নান, ডা. মো: মামুনুর রশীদ, ডা. এম. বি. জামান, ডা. কাজি হাফিজুর রহমান, ডা. শাহীন নওরোজী, ডা. মো. শরাফত হোসেন, ডা. মো. বজলুল হক, ডা. মো: সোলায়মান, প্রফেসর ডা. মনোজ কুমার বোস, ডা. সৈয়েদা জাহানারা বেগম, ডা. মোল্লা হারুন-অর-রশীদ, ডা. কানিজ ফাহমিদা, ডা. মো. রিয়াজ শাহীদ দিপু প্রমুখ।