January 3, 2025
আঞ্চলিক

টাউন লেবেল কো-অর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত

 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

ওয়াশ এলায়েন্স ইন্টারন্যাশনাল ওয়াস এসডিজি কর্মসূচী বাংলাদেশ এর সহযোগীতায় ত্রৈমাসিক টাউন লেবেল কো-অর্ডিনেশন কমিটির সভা বরগুনা পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় পৌরসভার মিলনায়তন কক্ষে টাউন লেবেল কো-অর্ডিনেশন কমিটি সভাপতি বরগুনা পৌরসভার মেয়র মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মিটিং এ পানি, সেনিটেশন, ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট উন্নয়ন, খাল খনন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ওয়াশ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে প্রাকটিক্যাল একশন বাংলাদেশ এর ফিল্ড কো-অডিনেটর, এস এম মোতাকাব্বিরুল হক এবং উত্তরণ এনজিওর প্রজেক্ট অফিসার (টেকনিক্যাল এন্ড এ্যাডভোকেসি) শেখ রুসায়েদ উল্লাহ বিস্তারিত আলোচনা করেন।

এছাড়াও মুক্ত আলোচনায় পৌরসভার কাউন্সিলরগণ, নির্বাহী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, সমাজসেবা অধিদপ্তর, সড়ক ও জনপদ অধিদপ্তর, মহিলা পরিষদ সদস্যসহ বিভিন্ন সরকারি, এনজিও প্রতিনিধী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, বাজার কমিটির সভাপতি, চেম্বার অব কমার্স প্রতিনিধীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *