January 15, 2025
আঞ্চলিক

ঝিনাইদহ সদর উপজেলার হাট-বাজার ইজারা সুষ্ঠ ভাবে সম্পন্ন

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার হাট-বাজার ইজারা বন্দোবস্ত সুষ্ঠ ভাবে সম্পূর্ণ হয়েছে।রবিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালযে দরপত্র দাখিলের নির্ধারিত সময়ের দিন শেষে এ দরপত্র খোলা হয় এবং ইজারাদেও মাঝে হাট-বাজার ইজারা বন্দোবস্ত করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম জনসম্মূখে দরপত্র খোলেন।এসময যে সমস্থ দরপত্র ক্রয়কারিগণ সরকারি সিডিউলের চেয়ে বেশি মূল্যে দিয়েছে সেই ইজারাদেও নাম প্রকাশ করেন।দরপত্র খোলার সময় উপস্থিত ছিলেন সদও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফাতেমাতুজ জোহরা,স্থানীয় সরকার উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ,১৪ নং ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন,মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ জুয়েল,উপজেলার অফিস ষ্টাফ জাহাঙ্গীর হোসেন ও ষ্টাফগনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন,দরপত্রক্রয়কারিগন,পুলিশ,সাংবাদিক ও জনসাধারন। এসময় ১৬টি ইউনিয়নের ৪৩টি হাট=বাজার ইজারার দরপত্র খোলা হয় এবং যারা দরপত্রের টিকিট পেয়েছেন তাদের নাম ঘোষনা করা হয়।উলে­খ্য,গত বছরের সিডিউলের চেযে তুলনামূলক ভাবে এবার দরপত্রের মূল্য বৃদ্ধি পেয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *