January 15, 2025
জাতীয়

ঝিনাইদহে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার এক মাদক মামলায় একজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত। ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক  এম জি আযম সোমবার দুপুরে এ রায় দেন।

এছাড়া আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানাও করেছে, যা অনাদায়ে তাকে আরও এক বছর কারাভোগ করতে হবে। দণ্ডিত আননিসুর রহমান (৩২) মহেশপুর উপজেলা মকড়ধজপুর গ্রামের শাহাজাহান মন্ডলের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ৩ জুন মকড়ধজপুর গ্রামের নিজ বাড়ির সামনে থেকে পুলিশ ২৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আনিসুর রহমানকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ আনিসুরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *