জেএমবির দুই সদস্য পাঁচ দিনের রিমান্ডে
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজধানীর রূপনগরে র্যাবের অভিযানে আটক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন। জেএমবির দুই সদস্য হলেন- শাহজালাল (৩০) ও স্বাধীন (২৮)।
রূপনগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বৃহস্পতিবার আদালতে হাজির করে তাদের বিরুদ্ধে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার ভোরে র্যাব-৪ এর একটি দল রূপনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জেএমবির ওই দুই সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে অস্ত্র, উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।