January 15, 2025
আঞ্চলিক

জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

তথ্য বিবরণী

আগামী ২৩ জুলাই জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০১৯ পালন উপলক্ষে এক প্রস্তুতিসভা গতকাল মঙ্গলবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) মো. ইকবাল হোসেন।

সভায় জানানো হয় যে, জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে ২৩ জুলাই সকাল নয়টায় নগরীর শহিদ হাদিস পার্ক হতে বর্ণাঢ্য র‌্যালি বের  হবে। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তর তাদের নাগরিক সেবা জনসাধারণের সামনে প্রদর্শন করে তাৎক্ষণিক সেবা প্রদান করবে। সেবা সহজিকরণের মাধ্যমে জনগণকে হয়রানিমুক্ত পরিবেশে সেবাদানের জন্য সভা হতে সরকারি দপ্তরসমূহের প্রতি আহবান জানানো হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, মুক্তিযোদ্ধা আলমগীর কবীরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *