জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ইউএনও জুলিয়া সুকায়না
পাইকগাছা প্রতিনিধি
জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। গতকাল বুধবার সকালে নিজ কার্যালয়ে ইউএনও’কে জন্মদিনের শুভেচ্ছা জানান বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল আউয়াল, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাক, সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ ইমদাদুল হক, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ, ক্রীড়া সম্পাদক এসএম বাবুল আক্তার, সমাজকল্যাণ সম্পাদক প্রমথ রঞ্জন সানা, বি সরকার, এমআর মন্টু, নজরুল ইসলাম ও আলাউদ্দীন রাজা।