ছেলেধরার সঙ্গে বিদ্যুৎ নিয়েও গুজব, সতর্ক থাকার আহ্বান
দক্ষিণাঞ্চল ডেস্ক
ছেলেধরার সঙ্গে বিদ্যুৎ না থাকার গুজবও ছড়ানো হচ্ছে জানিয়ে তা থেকে সতর্ক থাকতে জনগণের প্রতি আহŸান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস বুধবার এই আহŸান জানিয়ে বিদ্যুত সরবরাহে কোনো সমস্যা নেই বলে সবাইকে আশ্বস্ত করেছেন। পদ্মা সেতুতে শিশুর মাথা লাগবে বলে গুজব ছড়ানোর পর ছেলেধরা সন্দেহে গত কয়েকদিনে গণপিটুনিতে বেশ কয়েকজন নিহত হন। এর মধ্যেই ‘বিদ্যুৎ থাকবে না’ বলেও গুজব ছড়ানো হচ্ছে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নজরে আসার পর সচিবের এই আহŸান আসে।
জ্যেষ্ঠ সচিব কায়কাউস বলেন, একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়াচ্ছে দেশে বিদ্যুৎ থাকবে না। এটা পুরোপুরি গুজব। চাহিদার বিপরীতে গতকাল ১১৬৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। কোথাও লোড শেডিং ছিল না। আজ বা আগামীকাল বা অন্যান্য দিনও চাহিদানুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা হবে। দেশে বন্যা সত্তে¡ও তেমনভাবে বিদ্যুৎ সরবরাহ বিঘিœত হচ্ছে না; আগামীতেও বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হবে না। আহমদ কায়কাউস গুজব রটনাকারীদের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানান।