December 21, 2024
জাতীয়

চুয়াডাঙ্গায় গরু ব্যবসায়ীদের ‘কুপিয়ে ২ লাখ টাকা লুট’

আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) গাজী শামিমুর রহমান জানান, আহত দুই গরু ব্যবসায়ীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ডাকাত ধরতে অভিযান শুরু করেছে।

আহতরা হলেন আলমডাঙ্গা উপজেলার গোয়ালবাড়ি গ্রামের নাসির উদ্দীন (৫২) ও পাশের রোয়াকুলি গ্রামের আব্দুর রহিম (৫০)।

সোমবার রাতে তারা কয়েকজন ব্যবসায়ী দামুড়হুদার ডুগডুগি হাটে গরু বেচে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে ডাকাতরা হানা দেয় বলে তিনি জানান।

নাসির উদ্দীন অভিযোগ করেন, “পথে ব্যারিকেড দিয়ে ডাকাতরা আমাদের জিম্মি করে। আমার কাছ থেকে এক লাখ ৮২ হাজার টাকা আর রহিমের কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়ে যায়। আমরা চিৎকার করলে ডাকাতরা আমাদের এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।”

নাসির উদ্দীন বলেন, চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *