December 22, 2024
আন্তর্জাতিক

চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ভুল তথ্য দিচ্ছে : তাইওয়ান

দক্ষিণাঞ্চল ডেস্ক

তাইওয়ানে করোনাভাইরাস আক্রান্তদের সংখ্যা নিয়ে চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডবিøউএইচও) ভুল তথ্য দিচ্ছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে। এ সপ্তাহের শুরুর দিকে ডবিøউএইচও তাইওয়ানে করোনাভাইরাসে আক্রান্তদের ভুল সংখ্যা প্রকাশ করার পর বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগ করল।

চীনের আপত্তির কারণে তাইওয়ান ডব্লিউএইচও’র সদস্য হতে পারেনি। বেইজিংয়ের কথায়, এ দ্বীপটি কোনও রাষ্ট্র নয়। এটি চীনের একটি বিচ্ছিন্ন প্রদেশ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চীন পুরোপুরিভাবে তাইওয়ানের প্রতিনিধিত্ব করে। তবে গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানের দাবি, তারা স্বাধীন দেশ। সরকারিভাবে যাকে বলা হয়, রিপাবলিক অব চায়না এবং এটি কখনই পিপলস রিপাবলিক অব চায়নার অংশ নয়।

গত মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাইওয়ানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা নিয়ে একটি ভুল প্রতিবেদন ঠিক করেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছিল, তাইওয়ানে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ জন। কিন্তু ওই সময় মাত্র ১০ জন এ ভাইরাস আক্রান্ত ছিলেন বলে দাবি তাইওয়ানের।

বর্তমানে তাইওয়ানে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১১, যেখানে চীনে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোয়ানে ওউ বলেন, মূল সমস্যাটি হচ্ছে,চীন ডব্লিউএইচওকে ভাইরাস আক্রান্তের ভুল পরিসংখ্যান দিচ্ছে। চীন ভুল তথ্য দেওয়ার কারণেই (ভাইরাস আক্রান্তের সংখ্যায়) ওই ভুল হয়েছে, বলেন ওউ।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *