December 21, 2024
আঞ্চলিকলেটেস্ট

চাকুরীর শেষ দিন পর্যন্ত দেশ ও জনগণের দয়িত্ব নিতে হবে : পুলিশের এ আইজি

ফুলবাড়ীগেট প্রতিনিধি

এডিশনাল ডিআইজি মীর শহীদুল ইসলাম বিপিএম (বার) বলেছেন, “চাকুরীর শেষ দিন পর্যন্ত দেশ ও দেশের জনগণের দয়িত্ব নিতে হবে, এই বাহিনীর সদস্যদেরকে সততা এবং দক্ষতার সাথে তাদের উপর অর্র্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে। তিনি আরো বলেন এবছরের প্রশিক্ষণের গুরুত্ব ভিন্নমাত্রার, ভাষার মাস ফেব্রæয়ারী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শত বার্ষিকির ক্ষণ গণনা উপলক্ষে সমগ্র জাতি যখন অধির আগ্রহে প্রতিক্ষারত ঠিক সেই সময়েই অনুষ্ঠিত হচ্ছে আজকের সমাপনী কুচকাওয়াজ।

তিনি গতকাল সোমবার সকালে খুলনার মীরেরডাঙ্গা পুলিশ ট্রেনিং সেন্টারের ৫৩তম নারী টিআরসি ব্যাচে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

এ সময় তার সাথে ছিলেন, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মোঃ আব্দুল কুদ্দুছ আমিন, ডেপুটি কমান্ড্যান্ট হাবিবুর রহমান খান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির পিপিএম, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম, জাহানাবাদ সেনানিবাস খুলনা কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল রেযওয়ান বিএসসি, ডিজিএফআই খুলনা কর্ণেল মুজিবুল হক সিকদার পিবিজিএম, এনএস আই খুলনা বিভাগীয় অতিরিক্ত পরিচালক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে ৬ মাসের মৌলিক প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী নারী টিআরসিদের মধ্যে জান্নাতুল ফেরদাউস রাবেয়া (৫৩০৩৫৫) প্যারেডে শ্রেষ্ঠত্ব অর্জন, রুপালী আক্তার (৫৩০৩৯৪) পিটিতে শ্রেষ্ঠত্ব¡ অর্জন, প্রীতিলতা রায় (৫৩০১০১) মাসকেট্রিতে শ্রেষ্ঠত্ব অর্জন, অমি খানম (৫৩০৮৮০) আইন, ইপা রানী (৫৩০০৮৯) সর্ব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন এবং তাদের মধ্যে প্রধান অতিথি পদক ও ক্রেস্ট প্রদান করেন।

প্রশিক্ষণে মোট ৩৫টি জেলা থেকে ৫৩তম নারী টিআরসি ৯০৩ জন গত ২৫ আগষ্ট ২০১৯ তারিখে মৌলিক প্রশিক্ষণের জন্য পিটিসি খুলনায় যোগদান করেন। নারী টিআরসি ৯০৩ জনের মধ্যে ৯০০ জন প্রশিক্ষণার্থী সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করে এবং মৌলিক প্রশিক্ষণ শেষে শপথ গ্রহনের মধ্যে দিয়ে পুলিশ সদস্য হিসাবে যাত্রা শুরু করে। অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন পর্যায়ে উচ্চ পদস্থ কর্মকর্তা. বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, সুধি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *