চট্টগ্রামে বিমানের জিম্মি সঙ্কটের অবসান
রোববার ঢাকা থেকে রওনা হওয়ার পর মাঝআকাশে ওই ব্যক্তি পাইলটকে জিম্মি করেছিল; সন্ধ্যায় পৌনে ৬টায় বিমানটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামার পর এটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এরপর সেনাবাহিনীর কমান্ডোরা অভিযানে নামে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আইএসপিআর’র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ।
তার কিছু সময়ের মধ্যে অবসান ঘটে দুই ঘণ্টার নাটকীয়তার।
বেসামরিক বিমান পরিচালনা কর্তৃপক্ষের একজন কর্মকর্তা রাত সাড়ে ৭টার দিকে শাহ আমানতে সাংবাদিকদের কাছে বিমানটি জিম্মিদশা মুক্ত হওয়ার খবর দেন।
তিনি বলেন, একজনকে আটক করা হয়েছে।
সন্দেহভাজন ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয় বলে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মাহবুবার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।