চট্টগ্রামে ট্রাক থেকে ২৩ হাজার ইয়াবা জব্দ, গ্রেপ্তার ২
দক্ষিণাঞ্চল ডেস্ক
দুই কারবারিকে ধাওয়া করে ধরার পর তাদের ফেলে যাওয়া ট্রাকে তলাশী চালিয়ে সাড়ে ২৩ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব। গতকাল রোববার ভোরে নগরীর নিমতলা বিশ্বরোড এলাকায় ইয়াবা উদ্ধারের ওই ঘটনায় গ্রেপ্তাররা হলেন মো. সেলিম ওরফে হোসাইন (৩৫) ও মো. সোহেল (২৮)। এদের মধ্যে সেলিম কুমিলার দেবীদ্বার এবং সোহেল নারায়ণগঞ্জের ফতুলা থানার সেহাদর গ্রামের বাসিন্দা বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, ভোর পাঁচটার দিকে নিমতলায় চেকপোস্টে কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রাকটিকে থামার সংকেত দেওয়া হয়। এসময় ট্রাকটি রাস্তার পাশে ফেলে দুইজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের ধরা হয়। পরে ট্রাকে তলাশী চালিয়ে ২৩ হাজার ৬২০ ইয়াবা পাওয়া যায় বলে র্যাব কর্মকর্তা মাশকুর জানান। তিনি বলেন, গ্রেপ্তার দুইজন অনেকদিন ধরেই ট্রাকে মালামাল পরিবহনের আড়ালে ইয়াবা পাচারে জড়িত বলে জানিয়েছে।