গোপালগঞ্জে বাইকের ধাক্কায় শিশু নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
গোপালগঞ্জের উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। কোটালীপাড়া থানার ওসি মো. কামারুল ফারুক জানান, শনিবার দুপুরে উপজেলার রাজাপুরে কোটালীপাড়া-পয়সারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নীরব মণ্ডল বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাটের কদমবাড়ী এলাকার প্রফুল মণ্ডলের ছেলে।
ওসি কামারুল বলেন, শিশুটি রাস্তা পার হওয়ার জন্য দৌড় দিলে একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুর্শিদা খাতুন।