গল্লামারী মোটরসাইকেল চালক সমবায় সমিতির কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
বটিয়াঘাটার ১নং জলমা ইউনিয়নের গল্লামারী মটর সাইকেল চালক সমবায় সমিতি লিঃ এর গত বৃহষ্পতিবার এক বছরের জন্য পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে মোঃ ওসমান সরদারকে সভাপতি ও মোঃ জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া জয়দেব সাহা ও খাঁন মাসুদকে সহ-সভাপতি, মোঃ বাবুল আহমেদ ও মোঃ মাসুদ পারভেজকে সহ-সাধারণ সম্পাদক, অনির্বান মোহন্তকে প্রচার সম্পাদক, মোঃ সোহাগ শেখ ও মোঃ জাহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক। মোঃ আব্দুল মান্নানকে কোষাধ্যক্ষ, মোঃ সোহেল খাঁন লাইন সম্পাদক, মোঃ মুন্না শেখ ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন।
উক্ত কমিটিতে ৯ জনকে সদস্য করা হয়, যথাক্রমে মোঃ মিলু শেখ, এহ্তেশামুল হক (তাজ), মোঃ শেখ আবু মুহিত, মোঃ আব্দুল হান্নান শেখ, মোঃ রাসু হোসেন, মোঃ হাবিবুর রহমান, মোঃ ওয়াদুদ গাজী, মোঃ বায়জীদ হোসেন, মোঃ আলমগীর হোসেন প্রমূখ।