খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ কেজি গাঁজাসহ আটক ২
দ: প্রতিবেদক
খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ‘ক’ সার্কেলের একটি টিম পৃথক অভিযান চালিয়ে ২ কেজি ১শ’ গ্রাম গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। মাদক ব্যবসায়ীরা হচ্ছে মোঃ দুখু মিয়া (৩২) এবং মোঃ রুবেল। গতকাল শনিবার দিনব্যাপী অভিযান চালিয়ে বড় বয়না ও লবনচরা থানাধীন হরিনাবাদ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত¡াবধানে ‘ক’ সার্কেলের পরিদর্শক মোহাম্মদ হাওলাদার সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা থানাধীন বড় বয়রা এলাকায় অভিযান চালান। এ সময় ওই এলাকার বাসিন্দা নাছিমা বেগমের ছেলে মোঃ দুখু মিয়াকে ২ কেজি গাজাসহ আটক করেন। সেই এলাকায় আলমগীর মিয়ার ভাড়াটিয়া হিসেবে বসাবস করতেন। এর আগেও দুখু মিয়া গাজাসহ পুলিশের হাতে আটক হন। অপরদিকে লবনচরা থানাধীন হরিণাবাদ এলাকায় ১শ’ গ্রাম গাজাসহ মোঃ রুবেল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।