December 22, 2024
আঞ্চলিক

খুলনা বিভাগীয় খাদ্য কর্মকর্তা হাবিবুরের ৭ বছরের কারাদণ্ড

দ. প্রতিবেদক

খুলনার উপ-খাদ্য পরিদর্শক হাবিবুর রহমানকে সাত বছরের কারাদÐ দিয়েছেন আদালত। পাশাপাশি ৮৭ হাজার ৯৫ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদÐ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার এ রায় দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

দÐপ্রাপ্ত হাবিবুর রহমান বর্তমানে পলাতক রয়েছেন। তিনি ১৯৮৪ সালের ২ সেপ্টেম্বর থেকে ১৯৮৫ সালের ৬ এপ্রিল পর্যন্ত দৌলতপুর মহেশ্বরপাশা সিএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা যায়, দায়িত্ব পালনকালে তিনি সিএসডি গোডাউন (পি-৩৩) থেকে ১১ হাজার ৮৯৮ কেজি আমদানি করা চাল আত্মসাৎ করেন। যার মূল্য প্রায় ৮৭ হাজার ৯৫ টাকা। এ ঘটনায় দুদক মামলা দায়ের করলে উচ্চ আদালত থেকে হাবিবুর জামিন নেন। এরপর থেকেই তিনি পলাতক রয়েছেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *